লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা পঞ্চায়েতের অন্তর্গত ৯ এবং ১২ নং ওয়ার্ডে গরিব দুঃস্থদের হাতে ছাগল এবং জাল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 মঙ্গলবার লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা পঞ্চায়েতের অন্তর্গত ৯ এবং ১২ নং ওয়ার্ডে গরিব দুঃস্থদের হাতে ছাগল এবং জাল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডলের সাধারণ সম্পাদক বিশ্বদীপ সরকার সহ অন্যান্যরা। এ দিনের এই অনুষ্ঠানে ১৪ জন পশুপ্রেমীদের হাতে ছাগল তুলে দেওয়া হয় এবং ১৪ জন মৎস্যজীবীর হাতে মাছ ধরার জাল তুলে দেওয়া হয়। এই কর্মসূচির মাধ্যমে এলাকার গরিব দুঃস্থ মানুষ ছাগল এবং মৎস্যজীবীরা মাছ ধরার জাল পেয়ে অনেকটাই উৎসাহিত হয়েছেন। যারা ছাগল পেয়েছেন তারা জানিয়েছেন তারা এই ছাগল পালন করে নিজেরা নিজেদের মতো করে স্বাবলম্বী হতে পারবে এবং যারা মাছ ধরার জাল পেয়েছেন তারা জানিয়েছেন প্রতিদিন তারা জলাশয় কিংবা নদী থেকে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করছেন। ভালো উন্নত মানের জালের অভাবে প্রতিদিন তারা সেই রকম মাছ ধরতে পারেন না তাই তারা বিনামূল্যে মাছ ধরার এই জাল হাতে পেয়ে অনেকটাই আপ্লুত এবং আরো জানিয়েছেন এই জাল দিয়ে তারা জলাশয়ে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতে কোন অসুবিধা হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ