গন্ডাছড়া পঞ্চরতন ADC ভেলিজের রাম লোচন কারবারি পাড়ায় প্রতিবেশীর দায়ের আঘাতে গুরুতর আহত এক মহিলা।
বর্তমানে গন্ডাছড়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায় গন্ডাছড়া মহকুমার অন্তর্গত পঞ্চ রতন এডিসি ভেলিজের রাম লোচন কারবারি পাড়ার বাসিন্দা গৌরী চান চাকমার স্ত্রী শুক্লা রানী চাকমা প্রতিবেশী রহিম চাকমার বাড়িতে যায় সোমবার বিকেল বেলা কোনো এক কাজে।
রহিম চাকমার বাড়িতে গিয়ে শুক্লা রানী চাকমা দেখতে পায় রহিম চাকমা তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করছে। তারপর শুক্লা রানী চাকমা রহিম চাকমাকে আটকাতে চেষ্টা করে এবং রহিম চাকমার স্ত্রীকে মারধরের হাত থেকে রক্ষা করার চেষ্টা করে। এরই মধ্যে রহিম চাকমা ক্ষিপ্ত হয়ে দা দিয়ে শুক্লা রানী চাকমার উপর আক্রমণ করে, এবং গলায় একটি খুব বসিয়ে দেয়। এতে গুরুতর আহত হয় শুক্লা রানী চাকমা। তারপর আশপাশের মানুষ চিৎকার চেঁচামেচি শুনে শুক্লা রানীকে উদ্ধার করে নিয়ে আসে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে বর্তমানে শুক্লা রানী চাকমা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে বিস্তারিত জানিয়েছেন শুক্লা রানী চাকমার স্বামী গৌরী চান চাকমা।
0 মন্তব্যসমূহ