বিশালগড়ে মুখ্যমন্ত্রীর সব ফ্লেক্স নষ্ট করে দিয়েছে দুষ্কৃতিরা ! গোষ্ঠী দ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা।
বিশালগড়ে গোষ্টি কোন্দলে রেহাই পেলো না মা দুর্গা ও! ভেঙ্গে ছিঁড়ে ছারখার করে দিলো TIDC-চেয়ারম্যানের সমস্ত শুভেচ্ছা বার্তা!!
বিশালগড় রাজ্যের বুকের একটি অন্যতম নাম, প্রত্যেকদিন রাজ্যের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিশালগড়ের সংবাদ হবে না সেটা কি করে হয়। রাজ্যের আপামর জনগণ বিশালগড়ের সংবাদ দেখতে ও পড়তে অনেকে আবেগ প্রবণ হয়ে পড়ে। রাজ্য রাজনীতিতে বিশালগড় যেন একটি অন্যতম নাম। ২০১৮ বিধানসভা নির্বাচনের পর প্রতিনিয়তই বিশালগড়ে স্বদলীয় গোষ্ঠী কোন্দল ঘটে যাচ্ছেন। আর এবারে গোষ্ঠী কোন্দলে রেহাই পেলেন না মা দুর্গাও। দীর্ঘ প্রতীক্ষা একটি বছর পরে মায়ের আগমন।
মায়ের আগমনকে কেন্দ্র করে রাজ্যের নেতা-নেত্রী বিভিন্ন ফ্লাক্স ফেস্টুনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান।ঠিক তেমনি বিশালগড় বাজারসহ বিভিন্ন অলিগলি বড় বড় ফ্লেক্সের মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। ঠিক তেমনি রবিবার রাতে বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাজ্য শিল্প উন্নয়নের নিগমের চেয়ারম্যান নবাদল বণিক রাজ্যবাসীকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। আর এই অভিনন্দন আর শুভেচ্ছাই যেন মা দুর্গার কাল হয়ে আসে। হঠাৎ করে গভীর রাত আনুমানিক ১:৩০ মিনিটে আচমকায়ে বিধায়কের সমস্ত শুভেচ্ছা বার্তা বাদ দিয়ে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের ছবি লাগানো দুর্গোৎসব উপলক্ষে যে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে ফ্লেক্সে মাধ্যমে সমস্ত কিছু ভেঙে চিরে তছনছ করে জাতীয় সড়কে ফেলে দেয়। আগরতলা উদয়পুর জাতীয় সড়কে গড়াগড়ি খাচ্ছে মা দূর্গা। মুহূর্তের মধ্যে ঘোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। তবে এ ঘটনা স্বদলীয় গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ সেটা বলার অপেক্ষা রাখে না। তবে পুলিশ ধৃতরাষ্ট্রের ভূমিকায়। পুলিশ জানিয়েছেন এ সমস্ত ঘটনা যারা করেছেন সেই সমস্ত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করবে যেটা আদৌ সম্ভব নয়। রাতে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পড়ে ঘোটা বিশালগড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থী ও স্থানীয় এলাকাবাসীদের অভিমত স্বদলী গোষ্ঠী কুন্দলে রেহাই পেলনা মা দুর্গা। এ ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় শাসক দলের একাংশ কার্যকর্তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে লাগেন। আমরা ডাইরেক্ট দিল্লি রিপোর্ট করবো, আবার অনেকেই পোস্ট করতে লাগেন বিশালগড় একজনই থাকবে জননেতা!। অনেকেই আবার বলতে লাগেন উইরা আইছে পইড়া খাইতো। তবে এই বিষয় নিয়ে কেউই সংবাদ মাধ্যমে মুখ খুলতে রাজি নন।
0 মন্তব্যসমূহ