কলসী শালবাগান থেকে উদ্ধার এক ব্যক্তির মৃত দেহ!

 কলসী শালবাগান থেকে উদ্ধার এক ব্যক্তির মৃত দেহ! 

ঘটনার বিবরনে জানা যায় শনিবার বাইখোড়া থানায় খবর আসে কলসী শালবাগান এলাকাথেকে এক ব্যক্তির মৃত পঁচা গলা দেহ দেখতে পায় স্থানীয় লোকজনেরা।  ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে ছুটেযায় বাইখোড়া থানার পুলিশ।  পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির পরিচয় জানার প্রচেষ্টাকরে এবং অনেক খোঁজা খুঁজির পর মৃত ব্যক্তির পরিচয় খুঁজে পায় বাইখোড়া থানার পুলিশ।  এই বিষয়ে বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস সংবাদমাধ্যমের সামনে জানান মৃতব্যক্তি কলসীর বাসিন্দা তুহিলা মগ বয়স আনুমানিক ৩২ বছর।  কলসী ছাড়াও শান্তির বাজারে উনার একটি বাড়ী রয়েছে।  গত মঙ্গলবার কলসী বাসভবন থেকে শান্তির বাজারে এসেছিলো।  সেখান থেকে আর বাড়ী ফিরেযায়নি।  এইবিষয়ে পরিবারের পক্ষথেকে থানায় জানানোহয়নি।  ওসি জানান মৃতব্যক্তির স্ত্রী জানিয়েছেন উনার স্বামী প্রতিনিয়ত কাজের উদ্দ্যেশ্যে বেরহলে কয়েকদিন বাড়ীর বাইরে থাকে তাই এইকয়েকদিন বাড়ীতে না আসার কারনে পরিবারের লোকজনের মনে কোনোপ্রকার সন্দেহ জাগেনি।  শনিবার সকালবেলা মৃতদেহের পঁচাগন্ধে স্থানীয় লোকজনেরা দিশেহারাহয়ে খুুঁজাখুঁজির পর জঙ্গলের মধ্যে মৃতদেহ দেখতেপেয়ে পুলিশকে খবরদেয়।  মৃতদেহের অধিকাংশ অংশ পঁচেযাওয়াতে পুলিশ ঘটনাস্থলে মৃতদেহ ময়নাতদন্তকরেনেন।  তবে মৃত্যুর কারন নিয়েরয়েছে ধোঁয়াশা।  মৃত্যুর সঠিক কারন জানতে পুলিশ একটি অস্বিভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়েছে।  এখন দেখার বিষয় মৃত্যুর সঠিক কারন জানতে পুলিশ কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে। তুহিলা মগের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমেএসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ