ব্রেন টিউমারে আক্রান্ত স্বামীর অপারেশনের জন্য আর্থিক সাহায্যের আবেদন অসহায় স্ত্রীর। চড়িলাম ব্লকের উত্তর ব্রজপুর পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড কদমতলী চৌমুহনি এলাকায় বাড়ি অনিল দেবনাথের।

ব্রেন টিউমারে আক্রান্ত স্বামীর অপারেশনের জন্য আর্থিক সাহায্যের আবেদন অসহায় স্ত্রীর। চড়িলাম ব্লকের উত্তর ব্রজপুর পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড কদমতলী চৌমুহনি এলাকায় বাড়ি অনিল দেবনাথের।




ব্রেন টিউমারে আক্রান্ত স্বামীর অপারেশনের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানান তার অসহায় স্ত্রী। ঘটনা চড়িলাম ব্লকের অন্তর্গত  উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড কদমতলী চৌমূহনি এলাকায়। এই এলাকার নিঃসন্তান দম্পতি অনিল দেবনাথ ৪০ এবং তার স্ত্রী রিঙ্কু দেবনাথ ৩০। একেবারে অসহায় পরিবার। অনিল দেবনাথ ২০১৭ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন।। জায়গা জমি বিক্রি করে মানুষের কাছ থেকে সাহায্য সংগ্রহ করে কোন রকমে কলকাতা নিয়ে গিয়ে অপারেশন করে স্বামীকে সুস্থ করে ফিরিয়ে আনেন বাড়িতে। হঠাৎ করে দুই মাস পূর্বে আবার স্বামীর মাথাব্যথা শুরু হয়। আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসক দেখানোর পর সমস্ত কিছু পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক বলেছে আবার তার মাথায় দুটো টিউমার হয়েছে।। অতি দ্রুত অপারেশন করতে হবে। না হলে তাকে বাঁচানো কষ্ট হবে। কিন্তু পরিবারটির হাতে কোন টাকা পয়সা নেই। অনিল দেবনাথ রাজমিস্ত্রি কাজ করতেন। এখন অসুস্থ হয়ে কাজও করতে পারেন না। চিকিৎসকের কথা শুনে পাগল হয়ে যায় তার স্ত্রী। ভেবে পাচ্ছেন না কিভাবে স্বামীর চিকিৎসা করবেন। তার হাতে কোন টাকা পয়সা নেই। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন সাহায্যের জন্য। কিন্তু এই সাহায্য দিয়ে তার স্বামীর অপারেশন করা কোনোভাবেই সম্ভব নয়। যার ফলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রেন টিউমারে আক্রান্ত স্বামীর অপারেশনের জন্য সরকারের কাছে আর্থিক সাহায্য পেয়েছেন হাতজোড় করে। তার বিশ্বাস রাজ্য সরকারের প্রধান তথা মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা তাকে সাহায্য করবেন।। কারণ মুখ্যমন্ত্রী নিজেও একজন ডাক্তার। এই আশায়  রয়েছেন গৃহবধূ রিঙ্কু দেবনাথ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ