এমনিতেই ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা বেহাল অন্যদিকে স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের পরিষেবা দিতে পর্যাপ্ত পরিমাণ নেই চিকিৎসক, নেই অন্যান্য ট্রাফ ,তেমনি একটি স্বাস্থ্য কেন্দ্রের ট্রাফ বদলি নিয়ে এলাকাবাসী আন্দোলনের
সরব, সংবাদে উঠে আসে ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের অধীনে ইরানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ,এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক ট্রাফ নেই একসময় এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক বিভাগ ছিল, বর্তমানে তাও বন্ধ, অন্যদিকে জানা যায় একজন চিকিৎসক দিয়েই সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে অনেক সময় চিকিৎসক না থাকলে রোগীদের বিভিন্ন সহায়তা মুলক চিকিৎসা পরিষেবা দিয়ে যেতেন এখানকার একজন ট্রাফ নার্স, ট্রাফ নার্স সৈয়দআশরাফ হোসেন , এই ট্রাফ নার্স সৈয়দ আশরাফ হোসেনকে বদলি করে দেওয়া হয়, এই বদলি এলাকাবাসী মেনে নিতে পারছেন না, লিখিত আকারে কৈলাসহর সিএম ও কে জানালেও কাজের কাজ কিছুই হয়নি পাশাপাশি ইরানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত অধিকারী কে জানালেও কাজের কাজ কিছু না হওয়ায় - আজ এক প্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা একত্রিত হয়ে ইরানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্রধান গেট বন্ধ করে আন্দোলন করতে থাকেন, তাদের দাবি ট্রাফ নার্স আশরাফ হোসেনকে ইরানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পুনরায় বহাল রাখতে হবে,তা না হলে তাদের আন্দোলন জারি থাকবে এখন পর্যন্ত কোন আধিকারিক আন্দোলন স্থলে এসে পৌঁছাননি ,খবর লেখা পর্যন্ত আন্দোলন চলছে।
0 মন্তব্যসমূহ