ধর্ষণ ও পরে হত্যাকাণ্ড বলে অভিযোগ, ১৪ মাসের শিশু কন্যার বাড়িতে পরিবারকে সমবেদনা জানালেন ধর্মনগর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল।
১৪ মাসের এক নিষ্পাপ শিশুকন্যাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তারই নিকট আত্মীয় এক দাদুর বিরুদ্ধে। অভিযুক্তের নাম জয়নাল উদ্দিন (৪৪), বাড়ি পানিসাগর মহকুমার উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে। ঘটনাটি ঘটেছে ১১ অক্টোবর শনিবার রাতে। জানা গেছে, শিশুটিকে ধর্ষণের পর মাটি চাপা দিয়ে রাখে অভিযুক্ত। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।পরিবারের সদস্যরা শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং খবর দেন পানিসাগর থানায়। পরে পুলিশের সহযোগিতায় বাড়ির পেছন থেকে ১০০- ১৫০ মিটার দূরে জমিতে তল্লাশি চালিয়ে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয় শিশুটির নিথর দেহ।
ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত জয়নাল উদ্দিন। রবিবার অসমের শ্রীভূমি জেলার নিলাম বাজারের বাটইয়া এলাকায় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার খবর পেয়ে
এিপুরা প্রদেশ কংগ্রেসের নির্দ্দেশে ধর্মনগর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল সাগর মহকুমার পদ্মবিলে নাবালিকার বাড়িতে যায় এবং ঘটনার মূল কাহিনী সম্পর্কে অবগত হন। এই প্রতিনিধি দলে ছিলেন জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, প্রদেশ সম্পাদক চয়ন ভট্টাচার্য্য , প্রদেশ সাধারণ সম্পাদক ইন্দ্রজিত পাল, আব্দুল বাছিত চৌধুরী, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কেবল নন্দী, জেলা যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হুসেন , কিষাণ জেলা কংগ্রেস সভাপতি মইনুল হক, ধর্মনগর ব্লক কংগ্রেস সভাপতি সুবল গোস্বামী, প্রাক্তন ব্লক সভাপতি পরিমল চক্রবর্তী ও কঙ্কজ কুমার দে, পানিসাগর ব্লক থেকে সুখেন্দু ভট্টাচার্য, রঞ্জন দেবনাথ, চঞ্চল দেব নাথ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব গণ।
0 মন্তব্যসমূহ