এবার এক পুলিশ কনস্টেবল এর বিরুদ্ধে মামলা দেয় এর হলো থানায়

 এবার এক পুলিশ কনস্টেবল এর বিরুদ্ধে মামলা দেয় এর হলো থানায়।


জানা গেছে আমতলী থানার অন্তর্গত ফুলতলী মতিনগর এলাকার কদম আলী ভূঁইয়ার ছেলে আমির ভূঁইয়া ত্রিপুরা পুলিশের কনস্টবল পদে পশ্চিম জেলা পুলিশ সুপার অফিসে কর্মরত। গুণধর এই পুলিশ কনস্টেবল বেশ কয়েক বছর ধরে ফুলতলীর মতিনগর এলাকার মানুষকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করে তুলেছে। তার বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ উঠে আসছে, পশ্চিম জেলা পুলিশ সুপারের নাম করে তোল্লা আদায়, এলাকার সহজ সরল গরিব মানুষদের বিভিন্নভাবে পুলিশের ভয় দেখিয়ে মানুষের বৈধ সম্পত্তি জোরপূর্বক দখল করা  সহ একাধিক অভিযোগ উঠে এসেছে। এলাকাবাসীদের অভিযোগ গত ১০ বছর আগে সে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ভর্তি হয় এবং এরই মধ্যে সে মতি নগর এলাকাসহ বক্সনগর এ দেড় কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করেছে যে টাকার উৎস কোথা থেকে এসেছে তা নিয়ে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে মতি নগর এলাকার ১ বৃদ্ধ ব্যক্তির জায়গা জোরপূর্বক দখল করে ওই ব্যক্তির বাড়িতে তালা লাগিয়ে বাড়ির মালিককে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি প্রদান করে এরপর রবিবারেই স্থানীয় এলাকাবাসীরা পুলিশ কনস্টেবল আমির ভূঁইয়ার বিরুদ্ধে এলাকায় গ্রাম সভার আয়োজন করে। এই গ্রাম সভা চলাকালীন সময়ে এলাকার মান্যগণ্য ব্যক্তিদের উপেক্ষা করে গায়ের জোর এবং প্রশাসনের দাপট দেখিয়ে গ্রাম সভায় উপস্থিত সকলের সাথে ঝগড়া-বিবাদে যুক্ত হয় সে। আমির ভূঁইয়া এলাকার বয়স্ক ব্যক্তিদের ধাক্কাধাক্কি শুরু করে এক সময়, এমনকি এলাকাবাসীদের হুমকি দেওয়া হয়  রাতের মধ্যেই নাকি সকলকে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে জেলে পাঠানোর ব্যবস্থা করবে। পরে ভুক্তভোগী বৃদ্ধ ব্যক্তিসহ স্থানীয় এলাকাবাসীরা রবিবার দুপুরে আমতলী থানার দারস্ত হয়ে গুণধর পুলিশ কনস্টেবল আমির ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করে। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে এই পুলিশ কনস্টেবলের ঘটনাটি রাজ্য পুলিশের সদর দপ্তরকেও জানায়। রবিবার এলাকাবাসীদের অভিযোগ হাতে পেয়ে আমতলী থানার ওসি পরিতোষ দাস এলাকাবাসীদের আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই অভিযুক্ত পুলিশ কনস্টেবল আমির ভূঁইয়ার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এদিন এলাকার ভুক্তভোগী ব্যক্তিরা আমতলী থানার সামনে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে পুলিশ কনস্টেবল আমির ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছেন। তারা জানিয়েছেন আমির ভূঁইয়া এলাকায় এমন বহু মানুষের সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে এবং বিভিন্ন মানুষদের হুমকি দিচ্ছে, পুলিশের ভয় দেখাচ্ছে। তারা আরো অভিযোগ জানিয়েছেন আমি ভূঁইয়া পশ্চিম জেলা পুলিশ সুপারের নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে তোল্লা আদায় করে চলেছে। তার নাকি দেড় কোটি টাকার উপর দুইটি বিলাসবহুল বাড়ি করেছে সেই টাকার উৎস কোথা থেকে সে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ জানাতে গিয়ে বলেছেন এলাকাবাসীদের সন্দেহ সে কোন অবৈধ কার্যকলাপের সাথে যুক্ত হয়ে এইভাবে টাকার পাহাড় বানাচ্ছে এবং সেই টাকা দিয়ে বিলাসবহুল বাড়ি তৈরি করছে। সানিয়া এলাকাবাসীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুলিশ প্রশাসনের কাছে দাবী জানিয়েছে খুব শীঘ্রই যেন পুলিশ তার বিরুদ্ধে উপযুক্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করে। এখন দেখার বিষয় রাজ্য পুলিশ প্রশাসনে  সম্মান রক্ষা করতে অভিযুক্ত পুলিশ কনস্টেবল আমির ভূঁইয়ার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ