সোমবার সন্ধ্যায় কুমারঘাট থানা এলাকায় দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে:
প্রথম ঘটনাটি ঘটে কুমারঘাট কৈলাসহর মেইন রোডের কুমারঘাট গ্রাম উন্নয়ন দপ্তরের অফিসের সম্মুখে এক যুবক কুমারঘাট থেকে সায়দাবাড়ি উদ্দেশ্যে বাড়ি যাওয়ার পথে গ্রাম উন্নয়ন দপ্তরের অফিসের সম্মুখে একটি কালবার্টের নিচে ভয়ংকর ভাবে দুর্ঘটনার কবলে পড়ে তার নাম: রূপম ধর (২৮) পিতা প্রিয়তোষ ধর বাড়ি কুমারঘাট সায়দাবাড়ি এলাকায়, সঙ্গে সঙ্গে স্থানিয় এলাকার লোকজন তাকে উদ্ধার করে এলাকার স্থানিয় একটি গাড়ি দিয়ে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায়,
ঘটনার কিছুক্ষণ পর দমকল কর্মীরা ও পুলিশ এলাকাতে পৌঁছায়,
তার অবস্থা বেগতিক বলে প্রাথমিক সূত্রে জানা গেছে,
অন্যদিকে কুমারঘাট রেলওয়ে স্টেশনে মালগাড়ির নিচে পড়ে প্রিতেশ দাস নামে (৪৮) বছরের এক ব্যক্তি রেলগাড়ির নিচে পড়ে তার হাত-পা এবং কোমর পুরোপুরি কেটে যায় , তাকে দমকল কর্মীরা
কুমারঘাট মহকুমা হাসপাতাল নিয়ে আসে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে কৈলাসহর জেলা হাসপাতালে রেফার করে,

0 মন্তব্যসমূহ