আবারও পেচারতল রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে একটি ইলেকট্রিক Bazaj অটো চুরি করে নিয়ে যায় চুরের দল,

 আবারও পেচারতল রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে একটি ইলেকট্রিক Bazaj অটো চুরি করে নিয়ে যায় চুরের দল,


জানা যায় পেঁচারতল রেলস্টেশন এলাকার বাসিন্দা গৌতম চক্রবর্তীর TR 02 D1 996 নম্বরে ইলেকট্রিক বাজাজ অটোটি গত ১১ ই অক্টোবর মধ্যরাতে গাড়িটি চুরি করে নিয়ে যায় একদল চোরের দল, 

ঘটনার একদিন পর এই কান্ডে একজন অভিযুক্ত কে আটক করে পেচারতল এলাকা থেকে স্থানীয় মানুষ, তার নাম বির বাহাদুর চেত্রী (২৬) 

তার বাড়ি কাঞ্চনপুর দশদা লক্ষিপুর এলাকায়, 

স্থানীয়  মানুষ তাকে জিজ্ঞাসাবাদ করার পর 

ঘটনার একদিন পর  ১২ ই অক্টোবর রাতে উত্তর জেলার ধর্মনগর বটরসি এলাকা থেকে পুলিশের সহযোগিতায় গাড়িটিকে উদ্ধার করে পেচারতল থানায় নিয়ে আসে,

এবিষয়ে সোমবার গাড়ির মালিক  গৌতম চক্রবর্তী জানান 

এই কাণ্ডে  আসামের কটামনি এলাকার কয়েকজন যুবক  এই কাণ্ডে জড়িত রয়েছে বলে পেঁচারতল এলাকার B.M.S  সংগঠনের কয়েকজন নেতৃত্ব ও গাড়ির মালিক গৌতম চক্রবর্তী এই সংবাদ জানান, তারা আরও জানান এই ঘটনার পূর্বেও সাম্প্রতিকালে  পেঁচারতল এলাকার একাধিক স্থানে এ ধরনের চুরির ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন যেন সক্রিয় থেকে পেচারতল এলাকা বিভিন্ন স্থানে  সঠিকভাবে নজরদারি জোরদার করে 

তার জন্য জোরালো দাবি জানান,

এবং গত ১১ তারিখের চুরির ঘটনা নিয়ে অভিযুক্ত বির বাহাদুর ছেত্রী নামে  পেচারতল থানার পুলিশ একটি মামলা দায়ের করে  মামলা নম্বর ১৭ অবলিক ২০২৫ ধারা ৩০৫  (a) BNS এক্ট মামলাটি হাতে নিয়ে অভিযুক্ত বীরবাহাদুর ছেত্রীকে সোমবার পেঁচারতল থানা থেকে কৈলাশহর জেলা কোটে প্রেরণ করে পুলিশ ।

ফটিকরায় থেকে বিকাশ 

কপালীর রিপোর্ট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ