সাড়া জাগিয়ে শুক্রবার বিকেলে কুমারঘাট পৌর পরিষদ ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে দোল উৎসব উদযাপিত হয় কুমারঘাট শহরে এদিন প্রথমে কুমারঘাট
শ্রী শ্রী মা ভবতারিণী মন্দিরের সামনে থেকে এক বর্ণাটো শোভাযাত্রার মধ্য দিয়ে একটি রেলি বের হয়ে কুমারঘাট শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় কুমারঘাট শ্রী শ্রী মা ভবতারিণী মন্দিরের সামনে এসে রেলিটি মিলিত হয় এদিনের দোল উৎসবে কুমারঘাট মহাকুমার বিভিন্ন প্রান্ত থেকে মোট 27 টি সাংস্কৃতিক টিম অংশ নেয় পাশাপাশি প্রত্যেকেই গান নাচ আবৃতি তালে তাল মিলিয়ে একে ওপরের রং লাগিয়ে বসন্ত উৎসবের আনন্দে মেতে ওঠেন কচিকাঁচা শিশু থেকে শুরু করে নবীন প্রবীণরা রাও! শেষে অনুষ্ঠানের সফলতা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আয়োজক কমিটির কর্মকর্তারা: ফটিকরায় থেকে বিকাশ কপালির রিপোর্ট
0 মন্তব্যসমূহ