ভোটের মুখে ১৫ কমলাসাগর বিধানসভা কেন্দ্রে বিরোধী শিবিরে একের পর এক ভাঙ্গন। এবার ১৯ নং বুথে সিপিআইএম ছেড়ে ৩৪ সংখ্যালঘু পরিবারের ১২৪ ভোটারের বিজেপিতে যোগদান। গেরুয়া পতাকা হাতে দিয়ে নবাগতদের দলে বরণ করে নিলেন মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া বিদায়কা অন্তরা সরকার দেব মন্ডল সভাপতি সুবীর চৌধুরী সহ সভাপতি পার্থ সরকার মন্ডল সদস্য প্রদীপ দেবনাথ জেলা সভাপতি গৌরাঙ্গ ভুমিক এবং বুথ সভাপতি আব্দুল আলিম সহ অন্যান্য।

0 মন্তব্যসমূহ