আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ২৯ শে মার্চ শুক্রবার সন্ধ্যায় CPIM কুমারঘাট মহকুমা কমিটির তরফ থেকে দলের কুমারঘাট মহাকুমা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় উক্ত সাংবাদিক বৈঠক উপস্থিত ছিলেন!
দলের রাজ্য কমিটির অন্যতম সম্পাদক পবিত্র কর, ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য স্বপন কুমার বৈষ্ণব, কুমারঘাট মহকুমা সম্পাদক মিন্টু চন্দ্র দাস যুব নেতৃত্ব বাসু ভট্টাচার্জ সহ দলের অন্যান্যরা। বৈঠকে CPIM দলের নেতৃত্বরা সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন বিগত ১০ মাস পূর্বে কুমারঘাটে উল্টোরথ দুর্ঘটনায় ঘটনায় দশজনের মৃত্যু হয়েছে আহত প্রায় ১৫ জনের ওধিক এই ঘটনার তদন্ত এখনো ধোঁয়াশায় রয়েছে তা যেন সরকার উচ্চ পর্যায় তদন্ত করে তার জন্য দাবি করেন বাম নেতৃত্বরা। পাশাপাশি কুমারঘাট কৈলাশসর মেইন রোডের নটিংড়া এলাকায় নির্মিত চাপাতা বাগানের শ্রমিকদের টাকা নিয়ে নয়চয় করার বিষয়ে বর্তমান সরকারের কিছু ব্যক্তি টাকা নিয়ে বিগত দিনের কথা এবং বর্তমানের বাগানের শ্রমিকদের টাকার দুর্নীতির গুলি নিয়ে সরব হন, এছাড়াও বিগত কয়েকদিন পূর্বে সরকারের এক জনপ্রতিনিধি নির্বাচন ঘোষণা হওয়ার পরেও কিভাবে মন্দির উদ্বোধন হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে গিয়ে আইনকে তোয়াক্কা করে কিভাবে পচার প্রসার করছেন তা নিয়ে মুখ খুলেন সিপিআইএম নেতৃত্বরা।এছাড়াও সম্প্রতিকালে মহকুমার ফটিকরায়ে উৎসবের নামে মেলা খেলার আয়োজন করা গিরে, টাকার আয়ের উৎস কোথায়, এবং পরীক্ষার মরশুমে কিভাবে জমকালো অনুষ্ঠান সংঘটিত হচ্ছে সেই বিষয়েও তোলো ধুনু করেন বাম নেতৃত্বরা এবং বর্তমান সরকারের দুই জনপ্রতিনিধি কুমারঘাট মহাকুমা কোট স্তাপন নিয়ে কিভাবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব হচ্ছে সম্প্রতিকালে এবং জাতীয় সড়কের রাস্তা অবরোধের বিষয়ে অভিযোগ করেন এবং কিছু কিছু ব্যবসায়ীরা দিনের পর দিন নিখোজিশন ব্যবসা জমি দালালি সহ বর্তমান সময়ের বিভিন্ন দিকগুলি নিয়ে মুখ খুললেন বাম নেতৃত্বরা সাংবাদিক বৈঠকে।

0 মন্তব্যসমূহ