পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জুটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে কুমারঘাট শহরে নির্বাচনী সভা ও মিছিল অনুষ্ঠিত হয়



পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জুটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে কুমারঘাট শহরে নির্বাচনী সভা ও মিছিল অনুষ্ঠিত হয় 

এদিন প্রথমে মিছিলটি কুমারঘাট কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পদ পরিক্রমা করে পুনরায় কুমারঘাট কংগ্রেস ভবনে সামনে এসে মিলিত হয় শেষে নির্বাচনের সভা শুরু হয় সবায় উপস্থিত ছিলেন CPIM রাজ্য কমিটির অন্যতম সম্পাদক পবিত্র কর CPIM রাজ্য কমিটির সদস্য "স্বপন কুমার বৈষ্ণব , ৫০ পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের বিজিত প্রার্থী সত্যবান দাস দলের কংগ্রেস দলের ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক সমীরন দাস!পাবিয়াচডা ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব, সিপিআইএম মহাকুমা সম্পাদক মিন্টু চন্দ্র দাস সহ অন্যান্যরা এদিন সভায় বক্তব্য দিয়ে পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জুটের প্রার্থীর রাজেন্দ্র রিয়াংয় কে লোকসভা ভোটে জয়ের আশা নিয়ে বক্তব্য রাখেন পাশাপাশি বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের বিজিপি সরকারের আমলে বিভিন্ন কাজকর্মের দুর্নীতির কথাগুলি নিয়ে সরব হন ।এছাড়াও সম্প্রতি কুমারঘাটে উল্টো রথ ঘটনা নিয়ে বর্তমান BJP সরকারকে কিছু নেতাদেরও তুল ধনু করেন করেন নেতৃত্ব রা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ