আগামীকাল ২৬শে এপ্রিল বৃহস্পতিবার দুই নং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

 আগামীকাল ২৬শে এপ্রিল বৃহস্পতিবার দুই নং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা অব্দি ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে।


ঊনকোটি জেলায় জেলা প্রশাসনের তরফ থেকে শান্তিপূর্ণভাবে মতদান করতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেসব ব্যাপারে পঁচিশ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে কৈলাসহরের সার্কিট হাউসের কনফারেন্স হলঘরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার পরিসংখ্যান তুলে ধরেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক ও সমাহর্তা দিলীপ কুমার চাকমা। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি মাজিস্ট্রেট বিজয় সিনহা। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানান, ঊনকোটি জেলায় চারটি বিধানসভা কেন্দ্রে দুজন করে এ.আর.ও নিযুক্ত করা হয়েছে। জেলার ২২৫টি পোলিং স্টেশনে মোট ভোটার এক লক্ষ ৯৪ হাজার ৫০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৭,৪৯৯ এবং মহিলা ভোটার ৯৭,০৬৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন রয়েছেন। জেলার ২৫টি পোলিং স্টেশন অতি স্পর্শকাতর থাকায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মোট চারটি পি.ডব্লিউ.ডি ভোটার (পার্সন উইথ এ ডিজেবিলিটি) সেন্টার করা হয়েছে। এরমধ্যে ৫২-চন্ডিপুর বিধানসভায় শ্রীরামপুর সূর্যমনি হাইয়ার সেকেন্ডারি স্কুল, ৫০-পাবিয়াছড়া বিধানসভায় পূর্ত দপ্তরের অফিস, ৫১-ফটিকরায় বিধানসভায় ফটিকরায় গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুল এবং ৫৩-কৈলাসহরে পূর্ত দপ্তরের অফিসে এই ব্যাবস্থা রয়েছে। এদিকে সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত পোলিং স্টেশন জেলায় আটটি রয়েছে এবং মডেল পোলিং স্টেশন রয়েছে আটটি। ২৫এপ্রিল থেকেই ভোট কর্মীরা ভোটের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কৈলাসহর রাধাকিশোর ইনস্টিটিউশন এই দুটো জায়গা থেকে ভোট কর্মীরা তাদের নির্বাচন পরিচালনার সরঞ্জাম সহ নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে বিধানসভা ভিত্তিক বিভক্ত করে দেওয়া হয়েছে তাদেরকে। জেলাশাসক জানান আইন-শৃঙ্খলার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে জেলায়। রাজনৈতিক দলগুলো থেকে যে তিনটি অভিযোগ এসেছিল সাথে সাথেই সেটা সমাধান করা হয়েছে। ভোট পর্ব শান্তিপূর্ণভাবে পরিচালনা করার লক্ষ্যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের বড় মাত্রায় উপস্থিতি রয়েছে এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও প্রতিদিন নেশা বিরোধী অভিযান জারি রয়েছে বলে জানান জেলা নির্বাচনী অধিকারী দিলীপ কুমার চাকমা


বাইট- দিলীপ কুমার চাকমা (জেলাশাসক)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ