জানা গেছে বৃহস্পতিবার ভোরবেলা ত্রিপুরা মিজোরাম সীমান্তের দামছড়া নিরবাসন নদীপথে বারমিস গরু পাচার হওয়ার আগাম খবর রয়েছে পুলিশের কাছে সেই মোতাবে তংশরাই পাড়াতে নাকা তে পুলিশ উত পেতে বসে থাকে আর সেখানেই পুলিশ চেকিং চালিয়ে TR03k1716 নম্বরের একটি বলেরও গাড়ি থেকে প্রথমে ৬ টি বার্মিজ গরু উদ্ধার করে এর পার্শ্ববর্তী জঙ্গলে মজুদ করা ছিল আরো তিনটি বার্মিজ গরুকে পুলিশ আটক করে নিয়ে আসে থানায় সঙ্গে AS01G4919 একটি চার চাকার ভিআইপি গাড়ি ও আটক করেছে পুলিশ এ কান্টে তিনজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে এরা হলেন "জামির আহমেদ বাড়ি আসামের বাজারিছড়া এলাকায় কামাল হোসেন বাড়ি ত্রিপুরার কাকাডাবন জামজুরি এলাকায়" ফয়জুল হোসেন উনার বাড়ি ও কাকড়াবন জাম জুরি এলাকায়" পুলিশ এদের বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে জোর তদন্ত চালিয়ে আজই ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হবে পাশাপাশি গরুগুলিকে ও আজ ধর্মনগর গুরক্ষনাথ ঘোষালয়ে পাঠানো হবে বলে দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার এই সংবাদ জানিয়েছেন ।
দামছড়া থেকে ফিরে বিকাশ কপালির রিপোর্ট
0 মন্তব্যসমূহ