সোনামুড়া মন্ডলের ২২ এর ৩২ নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা অনুষ্ঠিত হয় কলম ক্ষেত দিল মিয়া চৌমোনিতে

সোনামুড়া মন্ডলের ২২ এর ৩২ নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা অনুষ্ঠিত হয় কলম ক্ষেত দিল মিয়া চৌমোনিতে । ঐদিন ওই যোগদান সভা বার পরিবারের ১৪২ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। দলত্যাগীদের মধ্যে দীর্ঘদিনের পোড় খাওয়া কংগ্রেস আলকাস মিয়া, জাহাঙ্গীর হোসেন এবং পোড় খাওয়া সিপিআইএম মুস্তাক মিয়া, ইদ্রিস মিয়া, সুবল দাস ও ছিলেন। যোগদান সভা কে কেন্দ্র করে এক আলোচনা সভা সংগঠিত হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার দক্ষিণাঞ্চের বিজেপির সভাপতি দেবব্রত ভট্টাচার্য, সোনামুরা মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, সুনামুরা মন্ডল কমিটির সম্পাদক জিতেন্দ্র দাস, কিষাণ মুচ্চার নেতা সঞ্জয় দাস, ২২এর ৩২ নাম্বার বুথের, বুথ সভাপতি অভিজিৎ ভৌমিক, কলম খেত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইমাম হোসেন সহ আরো অন্যান্যরা। ঐদিন যোগদান সভা কে কেন্দ্র করে আলোচনা সভা বক্তব্য রাখতে গিয়ে সিপাহীজলা জেলার দক্ষিণ অংশের বিজেপির সভাপতি দেবব্রত ভট্টাচার্য নবাগতদের স্বাগতম জানান, তার পাশাপাশি তিনি আরো বলেন ভারতে আবার নরেন্দ্র মোদি সরকার সংগঠিত হচ্ছে, সেটা বাচ্চা ছেলে থেকে শুরু করে সবাই জানে। অন্যদিকে যোগদান সবার শেষে একান্ত এক সাক্ষাৎকারে সোনামুড়া মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, এ ২২এর ৩২ নম্বর বুথে বরাবর ভারতীয় জনতা পার্টির ভোট কম পেয়ে থাকে, তবে আজকের এই যোগদান সভার শেষে এটা পোষ্ট যে এই বুথে ভারতীয় জনতা পার্টি বিশাল ভোট পেয়ে এগিয়ে যাবে । অন্যদিকে দলত্যাগীদের বক্তব্য তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে পরিপূর্ণভাবে কাজ করতে চায়, এবং তার পাশাপাশি তারা আরো বলেন দল যাতে তাদেরকে সম্মান করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ