পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মার সমর্থনে শেষ ভোট প্রচারে বুধবারে কুমারঘাটে আসলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক: মানিক সাহা এদিন উনি খোয়াই আশারাম বাডিতে একটি নির্বাচনী প্রচার শেষ করে সিদা ছুটে আসেন কুমার ঘাটে সেখানে বিজেপি 50-পাবিয়াছডা মন্ডল কমিটির দ্বারা আয়োজিত একটি বিশাল রোড শোতে উনি অংশ নেন -রোডসুটি কুমারঘাট দারচই রোডের সামনে থেকে বের হয়ে কুমারঘাট শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় পাবিয়াচডা মন্ডল অফিসের সামনে এসে মিলিত হয় এদিনের রোড শোতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্জী, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা পাবিয়াচডা বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাস আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার, টিআইডিসির চেয়ারম্যান নবাদল বনিক বিজেপি নেতৃত্ব ভিকি প্রসাদ দলের উনকোটি জেলা সভাপতি পবিত্র চন্দ্র দেবনাথ সহ অন্যান্য রা এদিনের রোডশুতে ব্যাপক সংখ্যক বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন
রোড শো শেষে প্রার্থীর জয়ের আশা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন পাশাপাশি সারা রাজ্যের সাথে পাবিয়াছড়া বিধানসভা এলাকার প্রত্যেক গণদেবতা কে উনি ধন্যবাদ জানান এবং বিজেপি ব্যাপক মার্জিনে কেন্দ্র এবং রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তা সময়ের অপেক্ষা।
ফটিকরায় থেকে বিকাশ কপালির রিপোর্ট

0 মন্তব্যসমূহ