ভোট গণনার দিন যতই এগি য়ে আসছে ততই বুবাগ্রার উপ র চাপ বাড়ছে।

 ভোট গণনার দিন যতই এগি য়ে আসছে ততই বুবাগ্রার উপ র চাপ বাড়ছে।

======( বৈদ্যনাথ ভট্টাচার্য)======

সারা ভারতবর্ষে ভোট গ্রহণ প্রক্রিয়া প্রায় সমাপ্তির পথে। সাত দফা ভোট গ্রহণের মধ্যে ইতিমধ্যে ষষ্ঠদফা ভোট গ্রহন সমাপ্ত হয়েছে।বাকিমাত্র এক দফা।এর পরই মহেন্দ্রক্ষণ।ভোট গণনার কাজ।আগামী চৌঠা জুন ভোট গণ না শুরু করা হবে।গোটা দেশের সাথে ইতিমধ্যে ত্রিপুরায় ও ভোট গণনার প্রস্তুতির কাজ শুরু শুরু করা হয়েছে। গণনায় কাজ শান্তিপূর্ণ রাখতে নির্বা চন কমিশন ইতিমধ্যে রাজনৈ তি ক দলগুলির সাথে মিটিং করেছে ।এর ফলে চৌঠা জুন যতই এগিয়ে আসছে রা জনৈ তিক দলগুলির মধ্যে জয়-প রাজয় নিয়ে উত্তেজনার পার দ সপ্তমে উঠছে। প্রতি দ্বন্দ্বী দল গুলির মধ্যে উদ্বেগ সৃষ্টি র লক্ষণ ফুটে উঠেছে।সা ম্প্র তিক রাজ্য রাজনীতির প্রেক্ষা পটে সবথেকে উদ্যোগের মধ্যে যিনি রয়েছেন তিনি হলেন ত থা কথিত মহারাজা প্রদ্যুৎ কি শোর মানিক্য বাহাদুর। যিনি নিজেকে বুবাগ্রা হিসেবে প রি চয় দিতে বেশি পছন্দ করেন। চৌঠা জুন বুবাগ্রার কাছে শুধু জয় পরাজয় নয়। রাজ্য রাজ নীতিতে নিজেকে জীবিত ক রে রাখা এবং সর্বোপরি তার নিজের দল ত্রিপ্রা মোথ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ