ঊনকোটি জেলা পরিসদের বিজেপি দলের তারকা প্রার্থীদের প্রচার জোরকদমে চলছে

 ঊনকোটি জেলা পরিসদের বিজেপি দলের তারকা প্রার্থীদের প্রচার জোরকদমে চলছে। উল্লেখ্য, তেরো আসন বিশিষ্ট ঊনকোটি জেলা পরিসদের সভাধিপতি অমলেন্দু দাস এবং সহকারী সভাধিপতি শ্যামল দাস ছাড়া বাকি এগারোজন জেলা পরিসদের সদস্যদের বাদ দিয়ে নতুন এগারোজনকে জেলা পরিসদের প্রার্থী করেছে বিজেপি দল। স্বাভাবিকভাবেই সভাধিপতি এবং সহকারী সভাধিপতির উপর বাড়তি চাপ রয়েছে। 


দল জেলা পরিসদের প্রার্থীদের নাম ঘোষণা করার পর থেকেই ঊনকোটি জেলা পরিসদের সহকারী সভাধিপতি শ্যামল দাস প্রতিদিন সকাল বিকাল দুইবেলা করে নিয়মিত ভাবে প্রতিটি ভোটারের বাড়িতে যাচ্ছেন। ঊনকোটি জেলা পরিসদের পাঁচ নং আসনে দল এবারও শ্যামল দাসকে প্রার্থী করেছে। ঊনকোটি জিলা পরিসদের এই পাঁচ নং আসনের অধীনে চন্ডীপুর, সমরুরপাড়, মনুভ্যালী এবং মূর্তিছড়া এই চারটি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই চারটি গ্রাম পঞ্চায়েতই বিগত পাঁচ বছর শাসক বিজেপি দলের অধীনেই ছিলো। সদা হাস্যমুখী শ্যামল দাস বিগত পাঁচ বছর ঊনকোটি জিলা পরিসদের সহকারী সভাধিপতি হবার সুবাধে উনার নির্বাচনী কেন্দ্রে বেশ কিছু উল্লেখযোগ্য উন্নয়ন মূলক কাজ করিয়েছেন। তাছাড়াও শ্যামল দাস গোটা কৈলাসহর মহকুমাবাসীর কাছে এক পরিচিত মুখ। পয়লা আগস্ট বৃহস্পতিবার সকালে দলীয় কর্মী সমর্থকদের সাথে চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাড়ি বাড়ি প্রচারাভিযানে সামিল ছিলেন। এই বাড়ি বাড়ি প্রচারাভিযানে জিলা পরিসদের প্রার্থী শ্যামল দাস চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় প্রার্থী তথা দুই নং ওয়ার্ডের তিন নং আসনের প্রার্থী সুস্মিতা দাস এবং চার নং আসনের প্রার্থী অঞ্জু দাস মালাকার এবং চন্ডীপুর পঞ্চায়েত সমিতির তিন নং আসনের প্রার্থী সত্যজিৎ দাসকে প্রতিটি বাড়ির সাধারণ মানুষদের সাথে দলীয় প্রার্থী হিসেবে পরিচিত করিয়ে দেন। বাড়ি বাড়ি প্রচারাভিযানে যুব নেতা তথা চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অপর প্রার্থী বিপ্লব দাস, যুব নেতা নিলমনী দাস ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন। বাড়ি বাড়ি প্রচারাভিযান চলাকালীন চলাকালীন ঊনকোটি জেলা পরিসদের পাঁচ নং আসনের প্রার্থী শ্যামল দাস সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, বিগত পাঁচ বছর বিজেপি দলের পরিচালিত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জিলা পরিসদের মাধ্যমে পঞ্চায়েত এলাকায় যেভাবে উন্নয়ন মূলক কাজ হয়েছে এবং সাধারণ মানুষ যেভাবে উপকৃত হয়েছে তার নিরিখেই এবছর প্রতিটি বাড়িতে গিয়ে দলীয় প্রার্থীরা ভালোই সাড়া পাচ্ছেন। তাছাড়া বিগত ২৫বছর বাম জমানায় সরকারি সুযোগ সুবিধা পেতে যেভাবে কেলেংকারী করা হয়েছে তা কিন্তু বিগত পাঁচ বছরে বিজেপি সরকারের আমলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিনামুল্যে সাধারণ মানুষদের ঘর বন্টন এবং বিনামূল্যে শৌচালয় নির্মাণ করার ক্ষেতে কোনো ধরনের কেলেংকারী করা হয়নি বলে শ্যামল দাস জানান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ