চাকুরী কেলেঙ্কারির অভিযোগে অঙ্গনওয়াডী কেন্দ্রের তালা ঝুলিয়ে দিলো গ্রামবাসী

 *চাকুরী কেলেঙ্কারির অভিযোগে অঙ্গনওয়াডী কেন্দ্রের তালা ঝুলিয়ে দিলো গ্রামবাসী* 


শিক্ষিকা পরিবর্তনের দাবিতে কাঁঠালিয়া ব্লকের টিলাবাড়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলালো গ্রামবাসী। টিলাবাড়ি অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি কাঁঠালিয়া আর ডি ব্লকের অধীন TTAADC এলাকায়। এই অঙ্গনওয়াডী কেন্দ্র সংলগ্ন এলাকায় সমস্ত অংশের মানুষ উপজাতি। এই টিলাবাড়ি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের জন্য ২০০৫ সালে জায়গা দান করেছিলেন আরিন নোয়াতিয়া। জায়গার পরিবর্তে আরিন নোয়াতিয়ার স্ত্রী খুকু রানি নোয়াতিয়াকে চাকরি দেওয়া হয়েছিল। দীর্ঘ বছর যাবৎ তিনি এই অঙ্গনওয়াডী কেন্দ্রে চাকরি করেছেন। হঠাৎ করে তিন বছর পূর্বে অসুস্থ হয়ে মারা যায় খুকু রানি নোয়াতিয়া। এরপর খুকুরানী নোয়াতিয়ার ছোট ছেলের বউ ছবিরানী নোয়াতিয়াকে চাকরি দেওয়া হয় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। তিনিও বেশ কয়েক বছর চাকরি করেছেন। কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে অন্য এলাকা থেকে এক সাধারণ ক্যাটাগরির মহিলা নন্দিতা পালকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ দিয়ে ছবি রানী নোয়াতিয়াকে বের করে দেওয়া হয়।অভিযোগ এলাকার MDC পদ্মলোচন ত্রিপুরা এবং বিধায়ক বিন্দু দেববর্মা টাকা বিনিময়ে এসটি এলাকার অঙ্গনওয়াড়ী কেন্দ্রে একজন সাধারণ ক্যাটাগরির মহিলাকে অন্য এলাকা থেকে এনে নিয়োগ দিয়েছেন। আরো অভিযোগ শিক্ষিকা নন্দিতা পালের স্বামী লিটন পাল নাকি গাঁজা বেপারী।যার ফলে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্ষুব্ধ হয়ে এলাকার নারী-পুরুষ সম্মিলিতভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দিয়ে নন্দিতা পালকে বের করে দেয়। গ্রামের মানুষের দাবী উপজাতি ছাত্র-ছাত্রীদের একদিকে যেমন বাংলা ভাষা বুঝতে অসুবিধা হয় তেমনি ভাবে জায়গা যেহেতু দিয়েছেন আরিন নোয়াতিয়া সেই কারণে ছবিরানি নোয়াতিয়াকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বের করা যাবে না।তাকেই নিয়োগ দিতে হবে। এই দাবিতে সকাল থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামের মানুষ।। এখন পর্যন্ত ঘটনাস্থলে আসতে দেখা যায়নি কোন আধিকারিককে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ