গৌরনগর পঞ্চায়েত সমিতির অভিনব উদ্যোগ,স্বাবলম্বী করতে দেওয়া হল হাঁস ও মুরগির ছানা।

গৌরনগর পঞ্চায়েত সমিতির অভিনব উদ্যোগ,স্বাবলম্বী করতে দেওয়া হল হাঁস ও মুরগির ছানা। 

। । প্রতিনিধি অনুপম পাল। । 
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা

ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের অন্তর্গত গৌরনগর ব্লকের কনফারেন্স হলে, গ্রামীণ এলাকার মানুষকে স্বর্নিভর করার লক্ষ্যে হাঁস ও মুরগি ছানা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন গৌরনগর ব্লকের সহকারী বিডিও তাজিন চাকমা,বিধায়ক বিরজীৎ সিনহা,গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন লক্ষী নমঃ,ভাইস চেয়ারপার্সন মোঃ বদরুজ্জামান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রানী সম্পদ বিকাশ দপ্তরের সহযোগীতায় গ্রামীণ মানুষকে স্বাবলম্বী করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। 

গৌরনগর ব্লকের অধিনে থাকা ২০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৮টি গ্রাম পঞ্চায়েতের অধীনে ১০টি করে এই হাঁস ও মুরগি-ছানা বিতরণ করা হয় ১৬১ জন ভুক্তভোগীদের।


বক্তব্য রাখতে গিয়ে গৌরনগর ব্লকের অতিরিক্ত বিডিও বলেন,গৌরনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে গ্রামীন এলাকায় একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা বিডিও অফিসে জমা দেওয়ার পর সরকারী ভাবে অনুমোদন দেওয়ার পরেই আমরা আজকে এই হাঁস ও মুরগি ছানা তুলে দিলাম। হাঁসের ডিমের চাহিদা মিটাতে এই হাঁস ও মুরগি-ছানা বিতরণ করা হয়েছে। 

সভায় বক্তব্য রাখতে গিয়ে গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন মোঃ বদরুজ্জামান বলেন,২০২৪ বন্যায় ঊনকোটি জেলার কৈলাসহরের গৌরনগর ব্লকের অধিনে থাকা বহু মানুষের হাঁস,মুরগি সহ বিভিন্ন গৃহপালিত পশু জলের তলায় তলিয়ে যায়। যার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছেন বহু মানুষ। তার নিরিখেই কিছুদিন পূর্বে গৌরনগর ব্লকের তরফ থেকে প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করা হয়। সেই মোতাবেক প্রায় ৪৫০০ হাঁস ও মুরগির ছানা দেওয়া হয়েছে। তবে সেটা পর্যাপ্ত নয়। আজ ৮টি পঞ্চায়েতে ১৬১ জন উপভোক্তাকে এই সাহায্য প্রদান করা হয়েছে গৌরনগর ব্লক চত্তরে। বাকি উপভোক্তাদের পঞ্চায়েতের মাধ্যমে আর কিছু দিনের মধ্যেই হাঁস ও মুরগির ছানা তুলে দেওয়া হবে। তবে তাদের দাবী রাজ্য সরকারের প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তর আরো অন্তত ১০ হাজার হাঁস ও মুরগির ব্যবস্থা করলে উপকৃত হবেন বন্যায় ক্ষতিগ্রস্থ উপভোক্তারা।এবং স্বাবলম্বী হবেন বহু মানুষ। 

বিশেষ অতিথির ভাষণ রাখতে গিয়ে বিধায়ক বিরজীৎ সিনহা বলেন,গৌরনগর ব্লকের উদ্যোগে এই প্রথম এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যা সাধুবাদ যোগ্য। তবে যারা আছ হাঁস কিংবা মুরগির ছানা পেয়েছেন তারা যেন এর মাধ্যমে স্বনির্ভর হতে পারেন তার প্রতি লক্ষ্য রাখতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ