Big Breaking News: ভোটের মুখে দল ছাড়লেন TCF নেতা বিলাস বিন্দু মালাকার :-

 Big Breaking News: ভোটের মুখে দল ছাড়লেন 

TCF নেতা বিলাস বিন্দু মালাকার :-

সংবাদের প্রকাশ বুবাগ্রার প্রতিশ্রোতি খেলাপের কারনে দল ছাড়লেন তপশিলী--নেতা বিগত 2018 সালের রাজ‍্যভিত্তিক একটি--বন্চিত জনগনের সংগঠন তৈরী হয়--যার নাম ছিল--TBJB য়ার নাম ত্রিপুরা বন্চিত জনতা ব্রিগেড -সারা রাজ‍্যে--2256 জন সদষ‍্য ছিলেন---এরা SC, ST, OBC, মাইনোরিটি ঝাড়খন্ডি বৈশ্যকপালী---সম্প্রদায়ের এদের সংগঠনের উদ্দেশ‍্য ছিল---বন্চিত জনতার অধিকার -আদায় করা এই সময়---প্রদ‍্যুৎ কিশোর দেববর্মা---এ সংগঠনের উদ্দেশ‍্য সফল করতে সংগঠনের সহযোগিতার প্রতিশ্রোতি দিয়ে সদষ‍্যদের তিপরামোথায় জয়েন করান। গঠন হয়-TCF ত্রিপুরা সিটিজেন ফেডারেশন--বলেন যত সব পিছড়ে পড়া জনগন নন ট্রাইবেল--রা এই সংগঠনে কাজ করবেন । বলেন এস সি ওবিসি মাইনোরিটি সেল তৈরী করা হবে । আজ কাল বলে বলে গত বিধানসভাকালের পর এই Tcf সংগঠন চ‍্যয়ারম‍্যন বানান নন SC নন OBC এক জনকে -এই সময় মত রাজ‍্যে এই পিছিয়ে পড়া কোন কাউকে কোন পদে বানাচ্ছেন না শেষমেশ--বিজেপির সহিত এ‍্যলায়েন্সের পর---গত রবিবার দিন সাফ জানিয়ে দেন --পিছিয়েপড়া দের পৃথক কোন সংগঠন তিনি তৈরি করতে দেবেন না, তার ওই প্রতিবাদে--তথা --প্রদ‍্যুৎ কিশোরের প্রতিশ্রোতি খেলাপের প্রতিবাদে দল ছাড়লেন--tcf এর কেন্দ্রীয় কমিটির সদষ‍্য----তথা 51নং ফটিকরায় বিধানসভার 2023 র প্রার্থী--বিলাস বিন্দু মালাকার--

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ