কৈলাশহরে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। এবার গাড়ি আটক করে বিক্ষোভ প্রদর্শন করল ক্ষোব্দ গ্রহকরা।
বৈদ্য নাথ ভট্টাচাৰ্য) উনকোটি জেলা সদর কৈলাশ হরে বিগত কয়েকদিন ধরে বি দ্যুৎ পরিষেবা প্রায় মুখ থুবড়ে পড়েছে।শহর থেকে গ্রাম অন্ধ কার।
সামান্য ঝড় তোফানে বিদ্যুৎ পরিষেবা গভীর অন্ধ কারে ডুব দিছে। জরুরি পরি সেবাও বিপর্যস্ত হয়ে পড়েছে। খোদ উনকোটি জেলা হাসপা তালে ৪৮ ঘন্টা বিদ্যুৎ ছিল না জেলা হাসপাতাল ভগবানন গরে অবস্থিত।আজ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ভগবাননগর জেলা হাসপাতালে লাইন সারাই করতে গেলে ভগবান রের ক্ষোব্দ গ্রহকরা গাড়ি আটক করে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে।এলাকাবাসী র বক্তব্য হল গত তিনদিন ধরে শুধু মাত্র উনকোটি কাছ ভগ বান নগর জেলা হাসপাতাল নয় গোটা ভগবাননগর এলা কা সম্পূর্ণরূপে বিদ্যুৎ পরিষে বা মুখ থুবড়ে পড়ে রয়েছে। গ্রাহকরা বিদ্যুৎ পরিষেবা ব রাত প্রাপ্ত সংস্থা সাই কম্পিউ টার লিমিটেডকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। লাইন সারাই করে দেওয়া হয়নি।যার ফলে চরম বিপাকে পড়েছে ভবাননগর বাসী। বিদ্যুৎ না থাকার কা রনে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে পড়ে। ভগবান নগরের দোকানদাররা সাংবাদিকদের সামনের তীব্র ক্ষোভ তুলে ধরে ন। তাদের বক্তব্য বিদ্যুৎ না থা কার কারনে ব্যবসা-বাণিজ্য লাটে উঠেছে। যার ফলে শুক্র বার কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কর্মীরা কৈলাশহ র ঊনকোটি জেলা হাসপাতা লে বিদ্যুৎ সরাইয়ের কাজ করতে গেলে, স্থানীয়রা বিদ্যুৎ দপ্তরের গাড়িটিকে আটক করে রাখে।ওদের দাবি যত ক্ষণ না পর্যন্ত এলাকার বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিক করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের গাড়ি কিংবা কর্মী সে খান থেকে যেতে পারবে না এই সংবাদ পেয়ে পুলিশ ছুটে আসে। পরিষেবা চালুর প্রতি শ্রুতি দেওয়া হলে আটক বিদ্যুৎ কর্মীদের মুক্ত করা হয়। অবশ্য দুপুরের দিকে পরিষে চালু করা হয়।তথাপি ঘনঘন লোড শেডিং হচ্ছে।

0 মন্তব্যসমূহ