বেতাগা এলাকায় একটি জলাশয় থেকে উদ্ধার এক ব্যক্তির মৃত দেহ!

 বেতাগা এলাকায় একটি জলাশয় থেকে উদ্ধার এক ব্যক্তির মৃত দেহ!

ঘটনার বিবরনে জানাযায় বুধবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা এলাকায় একটি জলালয়ে একব্যক্তির মৃতদেহ দেখতেপায় স্থানীয় লোকজনেরা। পরবর্তী সময় ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে ছুটেযায় শান্তির বাজার থানার পুলিশ ও শান্তির বাজার দমকলবাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তিকে উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েযায়। জানাযায় মৃতব্যক্তি বেতাগা এলাকার বাসিন্দা মানিক দাস। জানাযায় মানিক দাস গতকালথেকে নিখোঁজ ছিলো। আজ বেতাগায় একটি জলাশয়ে উনার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্রকরে তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারন নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই মৃত্যুর ঘটনানিয়ে কর্তব্যরত শান্তির বাজার থানার এ এস আই ফরিদ মিয়ার নিকট জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমের নিকট মুখ খুলতে নারাজ। লোকগুঞ্জনে শুনাযাচ্ছে ঘটনার ধামাচাপা দিতে চেষ্টা চালাচ্ছে ফরিদ মিয়া। সকলে চাইলে মৃত্যুর সঠিক কারন উন্মোচন করাহোক। এখন দেখার বিষয় মানিক দাসের মৃত্যুর সঠিক কারন বের করতে পুলিশ কি প্রকারের পদক্ষেপ গ্রহনকরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ