আজ ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন ও কুমারঘাট ব্লকের 6টি ভিলেজ কমিটির প্রত্যেক SHGমহিলাদের নিয়ে কুমারঘাট রামকৃষ্ণ চৌমুনি স্থিত এলাকায় বিদ্যাসাগর ক্লাসটার মুক্ত দ্বারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং দ্রৌপদী নারী চেতনা কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাত ধরে, এদিন মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন কুমারঘাট ব্লকের ব্লক আধিকারিক ডঃ সুদীপ ভৌমিক, ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক মিশন কোরিনেটর সুতপা সিনহা , ক্লাস্টার কোঅর্ডিনেটর অম্বিকা বিশ্বাস সহ বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্টু দাস , বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব সুব্রত দাস
CLFএর সভাপতি প্রতিমা দাস দেব,CLFসদস্যারা CSP ও বিভিন্ন SHG র দিদিরাও অংশ নেন । এদিনের অনুষ্ঠান কে কেন্দ্র করে ৩০০ শতাধিকের অধিক মহিলারা অংশ নেন এদিনের অনুষ্ঠানের কেন্দ্র করে বর্ণালী SHGগ্রুপের হাতে দে লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়! এদিনের অনুষ্ঠানের অতিথিরা বক্তব্য দিতে কি মহিলারা আগামীদিনে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় এবং এবং SHGগ্রুপের বিভিন্ন প্রেক্ষাপট গুলি নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।


0 মন্তব্যসমূহ