কংগ্রেস কমিউনিস্টদের কবর দেওয়ার সময় এসেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

কংগ্রেস কমিউনিস্টদের কবর দেওয়ার সময় এসেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।


 ======বৈদ্য নাথ ভট্টাচাৰ্য======

ওদের নীতি আদর্শ বলতে কিছুই নেই।এক সময়ে যাদেরকে বুর্জোয়া পাটি বলে অভিযুক্ত করে মাঠ ঘাট গরম করতু এখন তারা শেষ বয়সে বুর্জোয়া পাটিতে নিমজ্জিত হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মা নিক সরকারের নাম ধরে তাকে তুলাধুনা করেন আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি দলের পশ্চিম ত্রিপুরা আস নের প্রার্থী বিপ্লব কুমার দেব।


গতকাল পশ্চিম ত্রিপুরার আসনের ভোট সমাপ্ত হওয়ার হয়েছে। ফলে আজ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরার আসনের দলিয় মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে ঝড়ো প্রচার শুরু করেন।প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উত্তর জেলার বাগবাসা এবং উনকোটি জেলার কৈলাশর বাবুর বাজারে পৃথক পৃথক দুটি বড় জনসভা করেন।জন সভা গুলিতে কংগ্রেদ কমুনিষ্ট দের তীব্র সমালোচনার পাশা পাশি কি কারনে নরেন্দ্র মোদি তৃতীয় বারের জন্য প্রধান মন্ত্রী করা প্রয়োজন তার ব্যাখ্যা করেন।বিজেপি দল পূর্ব ত্রিপুরা আসনে জয় নিশ্চিত করার জন্য সর্ব শক্তি নিয়োগ করেছে। শুক্রবার উত্তর জেলা র পানিসাগরে মুখ্যমন্ত্রীর নির্বা চনী জনসভা করে গেছেন। আজ শনিবার পরের দিন শনিবার প্রচার শুরু করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।প্রথমে উত্তর জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন সকালে রেল যোগে আগরতলা থেকে সকাল এগারোটায় ধর্মনগর রেল স্টেশনে পৌঁছান বিপ্লব কুমার দেব। রেলস্টেশনে তাঁকে দলীয় কর্মী সমর্থকরা স্বাগত জানান। তারপর ঠিক সাড়ে এগারোটায় তিনি চলে আসেন বাগবাসা‌ বিধানসভা কেন্দ্রের শনিছড়া এলাকার জয়নগর স্কুল মাঠের দলীয় প্রার্থীর সমর্থনে এক বিরাট নির্বাচনী জনসভায়। এদিনের জনসভায় বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ,পানিসাগর কেন্দ্রের বিধায়ক বিনয়ভূষন দাস সহ অন্যান্যরা। এদিনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্র ও রাজ্য সরকারের বহুমুখী উন্নয়ন তুলে ধরেন। সাথে কংগ্রেস সিপিআই(এম) দলকে তীব্র ভাষায় তুলোধুনো করেন। তিনি বলেন,আগে সিপিআই(এম) এর নেতা নেতৃর ব্যাগ থেকে রোজভেলি সহ অন্যান্য কেলেঙ্কারি বের হত,আর পশ্চিম ত্রিপুরা ভোটে তাদের ব্যাগ থেকে কংগ্রেস দলের লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহার স্লিপ বের হচ্ছে।বর্তমানে কংগ্রেস সিপিআই (এম) দলের কর্মী সমর্থকরা কে কাকে ভোট দেবে তা নিয়ে নিজেদের মধ্যে সন্ধিহান দেখা দিয়েছে।তারা এভাবেই পঁচিশটা বছর গোপন আঁতাত করে রাজ্য বাসীকে বোকা বানিয়েছিল। তিনি আরো বলেন,২০১৫ সালে বিপ্লব কুমার দেব উত্তর জেলায় আসার পর একশো জন কার্যকর্তা একজোট করা যেতো না। মানুষ তাঁকে নিয়ে পরিহাস করতেন, হাসাহাসি করতেন।শুক্রবারের পশ্চিম আসনের ভোটদান রাজ্যের মধ্যে এক ইতিহাস সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ উৎসবের মেজাজে ভোটদান করেছেন।প্রথম ধাপের ভোটদানে সারা দেশের মাঝে পশ্চিম ত্রিপুরায় সর্বাধিক ভোটদান হয়েছে। তবুও কংগ্রেস সিপিআই (এম) বলছে অবাদ ভোট নাকি হয়নি।পরিশেষে বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মণকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন। এদিকে নির্বাচনী জনসভা শেষে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শনিছড়া সৎসঙ্গ কেন্দ্রে গিয়ে প্রনাম করে আশীর্বাদ নেন বিপ্লব কুমার দেব। সেখান প্রসাদ গ্রহন করে ঊনকোটি জেলার বাবুর বাজারে অপর একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। এখানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। বিল্লাল মিয়া, জেলা সভা পতি পবিত্র দেবনাথ। বিধায়ক ভগবান দাস সহ প্রমুখরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ